Saturday, 9 April 2022

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _

Song : Behaya / Aamader Golpo Gulo

Singer : Lagnajita Chakraborty

Music : Mainak Mazoomdar

Lyrics : Nilanjan Chakraborty

Movie : Ekannoborti

Label : SVF

https://youtu.be/kCYyccVWHoU


Full Lyrics -

আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। 


আমাদের গল্পগুলো একলা থেকেই আকাশ ছোঁয়া,

আসমানী রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। 

বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে,

বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। 


আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল

ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,

একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু

কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। 


আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাবো ইচ্ছে করেই,

নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে। 

জীবনের নতুন বানান লিখবো দুজন আজীবনে,

প্রেমে রোজ শব্দ বসুক খামখেয়ালের সুরে। 


আমাদের গল্প গুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর হারিয়ে গেলো তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াত অন্য কোথাও গিয়ে।

Ekla Ghor Aamar Desh Full Song Lyrics

 Original Song Credit _

Song : Ekla Ghor Aamar Desh

Singer : Rupam Islam

Music & Lyrics : Rupam Islam

Album : Fossils Volume-1 

Band : Fossils

Label : Asha Audio

https://youtu.be/dQnyDHYex04


Full Lyrics -

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায় 

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়


না না কাঁদছি না, তোমায় ভাবছি না

মনে পড়ছে না, তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা, অতীতেই

সেই ক্ষতিতেই


বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় 

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়


না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না, সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া, তোমাকেই

সেই তোমাকেই


না না কাঁদছি না, তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা, অতীতেই


না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না, সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া, তোমাকেই

সেই তোমাকেই, তোমাকেই

সেই তোমাকেই

Hatath Jakhon / Raatri Aami Thakbo Tomar Sathi Full Song lyrics

 Original Song Credit _

Song : Hatath Jakhon / Raatri Aami Thakbo Tomar Sathi

Singer : Abhijit Barman (Pota)

Music & Lyrics : Marudyan

Album : Sada Kalo

Band : Marudyan

Label : T-Series 

https://youtu.be/xjZ3Q1f46jI


Full Lyrics -

হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে,

আকাশ পানে চাঁদ মুচকি হাসে।

আঁধার যখন গভীর হতে চায়,

সময় যখন এমনি বয়ে যায়।


নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।


সকাল আবার আসবে জানি কাল,

পুবের আকাশ পরবে সিঁদুর লাল।

সেই আকাশে নেই রে কিন্তু চাঁদ,

সেই আকাশে নেই রে মায়ার ফাঁদ।


দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।


রাত্রি বেলা স্বপ্ন দেখি আমি,

রাত্রি বেলা আঁধার জলে নামি।

রাত্রি বেলা বাহির পানে চাই,

রাত্রি বেলা তেপান্তরে যাই।

রাত্রি বেলা মর্মে বাজে গান,

রাত্রি বেলা রক্তে আসে বাণ।

রাত্রি তুমি মন-চাষীদের খামার,

রাত্রি তুমি আমার, শুধু আমার।


দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

Jodi Kere Nite Bole / Beche Thakar Gaan Full Song Lyrics

 Original Song Credit _

Song : Jodi Kere Nite Bole / Beche Thakar Gaan

Singer : Rupam Islam

Music & Lyrics : Anupam Roy

Movie : Autograph

Label : Shree Venkatesh Films

https://youtu.be/VogeyledsUM


Full Lyrics -

যদি কেড়ে নিতে বলে

কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবো না,

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবো না।


আর, আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ,

আর আমি আমি জানি জানি

প্রতিরাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ।


আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে,

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে,

সুখে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।


যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবো না,

যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি

জেনো আমি বেচতে দেবো না।


আর, আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ,

আর আমি আমি জানি জানি

প্রতিরাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ।


আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে,

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে,

সুখে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

Bodhu Re Full Song Lyrics

 Original Song Credit _

Song : Bodhu Re

Singer : Abhijit Barman (Pota)

Music : Cactus

Lyrics : Cactus 

Album : Rajar Raja

Band : Cactus

Label : Asha Audio

https://youtu.be/chCKUUs681g


Full Lyrics -

তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,

চোখেতে জল ঝরে,

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

কোথায় পেলি সোনার কাঁঠি,

আমার পরাণ ভ্রমর।

কোন সে ঘুমের থেকে জেগে,

কোন সে ঘুমের থেকে জেগে

জড়ায় ফুলের কোমর।

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

মন-পাহাড়ের কোলে বরফ

তোর পরশে গলে,

আমি বুঝি আমার পরাণ,

আমি বুঝি আমার পরাণ

নদী বয়ে চলে।

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,

চোখেতে জল ঝরে,

বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..

Boro Eka Eka Lage Aamar Full Song Lyrics

 Original Song Credit _

Song : Boro Eka Eka Lage Aamar

Singer : Jeet Ganguly

Music : Jeet Ganguly 

Lyrics : Gautam Sushmit 

Movie : Saat Pake Badha 

Label : Surinder Films

https://youtu.be/Wa4VolV9HvM


Full Lyrics -

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর 

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর। 

আছে ভালোবাসা নেই অধিকার,

আছে ভালোবাসা নেই অধিকার,

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..


আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে

বুঝিনি তো আলোর ভাষা ও..

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা।

আঁধারে খোঁজে মন, 

আলোকে সারাক্ষণ।

মেলে না, ওহোহো মেলে না।


করে তুমি তুমি মন যে আমার,

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..


চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে।

হায় যদি একবার যেত গো জানানো

আমারও যে হৃদয় আছে।

জীবনের একটি ভুল, 

ঝরালো কত ফুল 

জানিনা, ওহোহোহো জানিনা।


কাঁদে একা একা প্রাণ যে আমার,

কাঁদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..

Basanta Ese Gachhe Full Song Lyrics

 Original Song Credit _

Song : Basanta Ese Gachhe

Vocal : Lagnajita Chakraborty

Music & Lyrics : Anupam Roy

Movie : Chotushkone

Label : T-Series

https://youtu.be/3fmAwzZeuOI



Full Lyrics -

বাতাসে বহিছে প্রেম,

নয়নে লাগিলো নেশা

কারা যে ডাকিলো পিছে,

বসন্ত এসে গেছে

মধুর অমৃতবানী 

বেলা গেল সহজেই

মরমে উঠিল বাজি 

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের 

ধুলি মাখা চরনে

মাথা নত করে রব 

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।


গগনের নভো:নীলে 

ঘুমেরও গোপনে

বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায়,

কোকিলের কুহু তান 

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।


পূর্ণিমা রাতে ঐ 

ছোটাছুটি করে কারা

দখিনা পবনে দোলে 

বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা 

কেমনে বাজিবে বেনু

আবেগে কাঁপিছে আঁখি 

বসন্ত এসে গেছে।

থাক তব ভুবনের 

ধুলি মাখা চরনে

মাথা নত করে রব 

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।


এই বসন্তে অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে, 

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের 

ধুলি মাখা চরনে

মাথা নত করে রব..

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।

Thik Emon Evabe Full Song Lyrics

 Original Song Credit _

Song : Thik Emon Evabe

Singer : Arijit Singh 

Music : Arindam Chatterjee 

Lyrics : Prasen 

Movie : Gangster 

Label : Shree Venkatesh Films



https://youtu.be/QzRMhFMDKRs

Full Lyrics -

ঠিক এমন এভাবে,

তুই থেকে যা স্বভাবে।

আমি বুঝেছি ক্ষতি নেই,

আর তুই ছাড়া গতি নেই।

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না 

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না


তোরই মতো কোন একটা কেউ,

কথা দিয়ে যায়, 

ছায়া হয়ে যায়।

তোরই মতো কোন একটা ঢেউ

ভাসিয়ে আমায়, 

দূরে নিয়ে যায়।

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না 

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না


আটকে তোকে রাখতে চাইছি খুব,

সকালে আমার, 

বিকেলে আমার।

তুই ডাক না দিলে থাকবো আমি চুপ,

দিনেতে আমার, 

দুপুরে আমার।


ঠিক এমন এভাবে,

তুই থেকে যা স্বভাবে

আমি বুঝেছি ক্ষতি নেই,

আর তুই ছাড়া গতি নেই।

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না 

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না

Monday, 21 March 2022

Hansnuhana / O Mou Full Song Lyrics

 Original Song Credit _

Song : Hansnuhana / O Mou

Vocal : Rupam Islam

Music : Rupam Islam

Lyrics : Rupam Islam

Album : Fossils

Label : Asha Audio

https://youtu.be/69RbkPzMK1A


Full Lyrics -

ও মৌ, তুমি জানো না যে মাঝরাতে

একঘেয়ে এই বিছানাতে

আজ কথা বলি কার সাথে?

জানিনা কার কি যায় বা আসে তাতে

তাই গান গাই রাস্তাতে

আর ভুলে যাই পস্তাতে


জীবন চলছে না আর সোজা পথে

দেখো আজো হাসি কোন মতে

বেঁচে গেছি বলি হতে হতে

হয়তো মরে গেলে হত বেশি ভালো

কেনো এত সুখ বেরে গেলো

জীবনের সেরা স্মৃতিগুলো


স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে

কড়া নাড়ে আর হাত পাতে

আর ভেঙ্গে পরে কান্নাতে

উৎপাতে হয়ে দিশেহারা

তার ভয় হয়ে ঘরছাড়া

দ্বিপলায়নে আশকারা আমায়


এই প্রান এইভাবে পলাতক হলো

তবু যাবে কাহাতক বলো

শেষ হয়ে গেলো পেট্রোলও

থামি শুনশান ফাঁকা বাইপাসে

আর হৃদয়ের সার্কাসে

স্মৃতি দেয় দুয়ো আর হাসে


বলো ঘৃণা করবে কি প্রিয়তমা

যদি চেয়ে নিতে বলি ক্ষমা

বলি শোকজটা দিতে জমা

এ হৃদয় দপ্তর পালটাচ্ছে না

অবসর নেওয়া যাচ্ছে না

ফুটেছে হাসনুহানা

Saturday, 19 March 2022

Bhule Gachhe Mon Aamay Full Song Lyrics

 Original Song Credit _

Song : Bhule Gachhe Mon Aamay

Vocal : Jolly Mukherjee & Jojo Nathaniel

Lyrics : Mitali Ojha

Music : Jolly Mukherjee

Movie : Aabar Aasbo Phire

Label : Heart

https://youtu.be/LyOJV82b9jg


Full Song Lyrics -

ভুলে গেছে মন আমায়,

যেই আমি ভেবেছি তোমায়।

তোমার মনের পথের পথিক আমি,

ফিরে যেতে বোলোনা আমায়।

ভুলে গেছে মন আমায়,

যেই আমি ভেবেছি তোমায়।

তোমার মনের পথের পথিক আমি,

ফিরে যেতে বোলোনা আমায়।

ভুলে গেছে মন আমায়।


তোমায় আমি বলি কিযে, 

আমি যে কোথায়?

তোমাকে আমার দেখাতে দিশা,

কেনো লাগে ভয়।

তোমার আমার মাঝে এখন,

দারিয়ে আছে সময়।

মুছে দাও, মন থেকে,

আছে যত আঁধারের কথা।

ভরে দেবো মনের আকাশ,

প্রদীপের আলো দিয়ে গাথা।

সেই আলোর এই মনিহার,

আজ পরাবো আমি তোমায়।

ভুলে গেছে মন আমায়,

যেই আমি ভেবেছি তোমায়।

তোমার মনের পথের পথিক আমি,

ফিরে যেতে বোলোনা আমায়।

ভুলে গেছে মন আমায়।


বুঝবেনা তো, জানি তুমি,

কি কোরে বোঝাই তোমায়।

ভুলের ধুলোই ভরা এই পথ,

জেনো এ সে পথ তো নয়।

সাজের আচল ধরে এদিন,

আঁধার হয়ে যায়।

জেনো যারা ভালবাসে,

কোন কথা তারা শোনেনা।

কোন বাঁধন, কোন বাঁধা,

কোনদিনো তারা মানেনা।

পথ হারাবার নেশা এখন,

ভালবাসা দিয়েছে আমায়।

ভুলে গেছে মন আমায়,

যেই আমি ভেবেছি তোমায়।

তোমার মনের পথের পথিক আমি,

ফিরে যেতে বোলোনা আমায়।

ভুলে গেছে মন আমায়।

Mone Aamar Joriye Aachho Tumi Full Song Lyrics

 Original Song Credit _

Song : Mone Aamar Joriye Aachho Tumi

Vocal : Jolly Mukherjee

Lyrics : Mitali Ojha

Music : Jolly Mukherjee

Movie : Aabar Aasbo Phire

Label : Heart

https://youtu.be/FKAOGdsrTxs


Full Song Lyrics -

মনে আমার জরিয়ে আছো তুমি,

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?


আধার ভেঙে ঘরে আমার,

আশার আলো পড়ুক।

ভোরের আকাশ দেখে জাগা,

জেনো পাখি তুমি।

আমার ছায়া হয়ে আছো,

বলো কে তুমি?

কুয়াশার আচলেতে ঢাকা,

দারিয়ে কে তুমি?

অনেক চেনা, তবু অচেনা তুমি।

অনেক চেনা, তবু অচেনা তুমি।

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?


কেনো তোমায় লাগে আপন? 

আমি জানিনা।

তুমি আমার জীবন কেনো? 

বলতে পারিনা।

স্বপ্ন হয়ে রয়ে আছো, 

ভুলতে পরিনা।

আশার বাঁশি বাজছে কেনো? 

বুঝতে পারিনা।

মনে আমার ছড়িয়ে আছো তুমি,

মনে আমার ছড়িয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

Aami Tumi Bole Aaj Kichhu Nei / Aabar Aasbo Fire Full Song Lyrics

 Original Song Credit _

Song : Aami Tumi Bole Aaj Kichhu Nei/ Aabar Aasbo Fire [Title Track]

Vocal : Subhamita Banerjee & Subhankar Bhaskar

Lyrics : Mitali Ojha

Music : Jolly Mukherjee

Movie : Aabar Aasbo Phire

Label : Heart

https://youtu.be/Si7eMHfoN9M


Full Lyrics -

আমি তুমি বলে আজ কিছু নেই,

নেই কিছুতোমার আমার।

চোখের জলের জেনো অনেক দাম,

ধুলোতে ফেলনা, তাকে ফেলনা।

ধুলোতে ফেলনা, তাকে ফেলনা।


আগুনের কাজল পড়েছো তুমি,

সিঁথিতে চিতার আগুন তোমার।

আর কোনদিন সে মিলবে কিনা,

জানিনা যে পথ তোমার আমার।

শেষ যেন হয়, কোন শুরু থেকে,

হয়তো কোনো নতুন ভোরে।

ফেলতে হবে, ভালোবাসা আজ,

ব্যথায় ব্যথায় ধীরে ধীরে।

আমি আসবো ফিরে আসবো,

আবার আসবো ফিরে।

আমি আসবো ফিরে আসবো,

আবার আসবো ফিরে।


স্বপ্নের ফুল শয্যায় শুয়ে,

আমি জনম জনম জেগে থাকবো।

অপেক্ষার জানালা খুলে দিয়ে,

চিরদিন পথ চেয়ে থাকব।

আমি আসবো ফিরে আসবো,

আবার আসবো ফিরে।

আমি আসবো ফিরে আসবো,

আবার আসবো ফিরে।

আমি আসবো ফিরে আসবো,

আবার আসবো ফিরে।

আমি আসবো ফিরে আসবো,

আবার আসবো ফিরে।


Tumi Aamar Chiro Sathi Full Song Lyrics

 Original Song Credit _

Song : Tumi Aamar Chiro Sathi

Vocal : Shreya Ghosal

Music : Jeet Gannguli

Lyrics : Priyo Chattopadhyay

Movie : Subhodrishti

Label : SVF

https://youtu.be/HkAf6a9Rh8w


Full Lyrics -

তুমি আমার চিরসাথী 

শুভসকাল শুভরাতি 

এই জীবনে পেয়েছি তোমায় 

তুমি আমার 

আমি তোমার 

তুমি আমার চিরসাথী 

শুভসকাল শুভরাতি 

এই জীবনে পেয়েছি তোমায় 

তুমি আমার

আমি তোমার 


যা ছিলো স্বপ্নে আশা 

আজকে পেল সে ভাষা 

এই সুখেরি লগনে সত্যি হল যে 

দুজনের ভালোবাসা 

দুজনের ভালোবাসা 

তুমি আমার চিরসাথী 

শুভসকাল শুভরাতি 

এই জীবনে পেয়েছি তোমায় 

তুমি আমার 

আমি তোমার 


নিজেকে উজার করে 

তোমার কথায় সুরে 

এই জীবন সাজাব স্বপ্নে গান এ 

সোনালি আশার ভোরে 

সোনালি আশার ভোরে 

তুমি আমার চিরসাথী 

শুভসকাল শুভরাতি 

এই জীবনে পেয়েছি তোমায়

তুমি আমার 

আমি তোমার

Bolo Piya Bolo Full Song Lyrics

 Original Song Credit _

Song : Bolo Piya Bolo

Vocal : Sonu Nigam & Mahalakshmi Iyer

Music : Jeet Ganguly 

Lyrics : Gautam Sushmit 

Movie : Saat Pake Bandha

Label : Shree Venkatesh Films and Surinder Films Pvt. Ltd.


https://youtu.be/7iAPzQp9SiQ


Full Lyrics -

বলো পিয়া বলো, বলোনা

কেন করো পিয়া ছলনা।

মনে মনে দু-জনে,

হৃদয়ের বাধনে

পিয়া তুমি আমার..

সাত পাকে বাঁধা,

সাত পাকে বাঁধা।


বলো পিয়া বলো, বলোনা।


তোমার আসাতে,

এই পথ চাওয়া জে,

আমার ভাললাগে।

এতো আলো আর এতো খুশি জে

আমি দেখিনি আগে।

হাত বাড়ালে সামনে তুমি

এর বেশি চাইনা আমার..

বোলো পিয়া বোলো, বলোনা।


স্বপ্ন আমারি তোমার দু'চোখে

আমি সাজিয়ে দিলাম।

মনে মনে আমি আমার আমি কে

তোমার হাতে দিলাম।

তোমায় চাওয়া, কাছে পাওয়া

সে তো আমার অধিকার..

বলো পিয়া বলো, বলোনা

কেন করো পিয়া ছলনা..

মনে মনে দু'জনে, হৃদয়ের বাঁধনে

পিয়া তুমি আমার..

সাত পাকে বাঁধা,

সাত পাকে বাঁধা..

বলো পিয়া বলো, বলোনা।

Take Olpo Kachhe Dakchhi Full Song Lyrics

 Original Song Credit _

Song : Take Olpo Kachhe Dakchhi

Vocal : Mahtim Shakib 

Music : Shibabrata Biswas

Lyrics : Shibabrata Biswas

Movie : Prem Tame

Label : SVF

https://youtu.be/8i5h9Cyah8I



Full Lyrics -

তাকে অল্প কাছে ডাকছি

আর আগলে আগলে রাখছি,

তবু অল্পেই হারাচ্ছি আবার। 

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি,

ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। 


অভিমান পিছু নাম

তাকে পিছু ফেরাও ,

তার কানে না যায় পিছু ডাক আমার 

মুখ বুজেই তাকে ডাকছি আবার। 


তাকে অল্প কাছে ডাকছি

আর আগলে আগলে রাখছি,

তবু অল্পেই হারাচ্ছি আবার। 


ফাঁকা বুক, চেনা সুখ

জানি ঘুম সে ভাঙাবেই,

ভেজা মন, বলি শোন

রাতভোর জাগতে নেই। 

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার

তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। 


তাকে আলতো গায়ে মাখছি

আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,

তবু মুঠো আলগা রাখছি আবার। 

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি,

ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

Ekta Tara / Tumi Chhara Ke Aache Bolo Aamar Full Song Lyrics

 Original Song Credit _

Song : Ekta Tara / Tumi Chhara Ke Aache Bolo Aamar

Band : Abhilasha 

Music & Lyrics : Kutty Majumder 

Album : Aamar Aami



Full Lyrics -

একটা তারা নিঃসঙ্গ সে

অথচ সে একটা তারা কত উজ্জ্বল

একটা শঙ্খচিল দলছুট

অথচ সে একটা শঙ্খচিল প্রাণোচ্ছল

বলছে আমায় কিসের পিছুটান

পুরনো সব স্মৃতি গুলো ম্লান

আজকে আমার কিসের পিছুটান

মিথ্যে প্রতিশ্রুতির স্মৃতি ম্লান

এতদিন কোথায় লুকিয়ে ছিলে

আমার আমি বল

সঙ্গী করে আমায়

আমার কাছে আমায় নিয়ে চলো

তুমি ছাড়া কে আছে বলো আমার

আমার আমি

তুমি ছাড়া কে আছে বলো আমার

তুমি ছাড়া কে আছে বলো আমার

আমার আমি

তুমি ছাড়া কে আছে বলো আমার


একটা দ্বীপ এক ঘর এসে

অথচ সে একটা দ্বীপ কতটা সবুজ

একটা লোক আপোষহীন

তাইতো সে একটা লোক এতটা অবুঝ

বলতে পারে সে কিসের পিছুটান

পুরনো সব স্মৃতি গুলো ম্লান ম্লান ম্লান

আজকে আমার কিসের পিছুটান

মিথ্যে প্রতিশ্রুতির স্মৃতি ম্লান

এতদিন কোথায় লুকিয়ে ছিলে

আমার আমি বল

সঙ্গী করে আমায়

আমার কাছে আমায় নিয়ে চলো


তুমি ছাড়া কে আছে বলো আমার

আমার আমি

তুমি ছাড়া কে আছে বলো আমার

তুমি ছাড়া কে আছে বলো আমার

আমার আমি

তুমি ছাড়া কে আছে বলো আমার

তুমি ছাড়া কে আছে বলো আমার

আমার আমি

তুমি ছাড়া কে আছে বলো আমার

তুমি ছাড়া কে আছে বলো আমার

আমার আমি

তুমি ছাড়া কে আছে বলো আমার

Aami Banglay Gaan Gaai Full Song Lyrics

 Original Song Credit _

Song : Aami Banglay Gaan Gaai

Vocal : Mahmuduzzaman Babu & Pratul Mukhopadhyay

Lyrics : Pratul Mukhopadhyay

Music : Pratul Mukhopadhyay

Album : Aami Bangali

Label : Bengal Creation Private Limited 



Full Song Lyrics -

আমি বাংলায় গান গাই,

আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন

এই বাংলায় খুঁজে পাই।


আমি বাংলায় দেখি স্বপ্ন,

আমি বাংলায় বাঁধি সুর

আমি এই বাংলার মায়াভরা পথে

হেঁটেছি এতটা দূর।


বাংলা আমার জীবনানন্দ

বাংলা প্রাণের সুখ,

আমি একবার দেখি, বারবার দেখি,

দেখি বাংলার মুখ। 


আমি বাংলায় কথা কই,

আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,

বাংলায় জেগে রই।


আমি বাংলায় মাতি উল্লাসে

করি বাংলায় হাহাকার,

আমি সব দেখে শুনে 

খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।


বাংলা আমার দৃপ্ত স্লোগান

ক্ষিপ্ত তীর ধনুক,

আমি একবার দেখি, বারবার দেখি,

দেখি বাংলার মুখ। 


আমি বাংলায় ভালবাসি,

আমি বাংলাকে ভালোবাসি

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর

মানুষের কাছে আসি।


আমি যা কিছু মহান 

বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়

মেশে তেরো নদী সাত সাগরের জল

গঙ্গায়, পদ্মায়।


বাংলা আমার তৃষ্ণার জল

তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বারবার দেখি,

দেখি বাংলার মুখ। 

Tomake Na Lekha Chithita Full Song Lyrics

 Original Song Credit _

Song : Tomake Na Lekha Chithita

Vocal : Soham Chakraborty

Lyrics : Sharan Dutta

Music : Indraadip Dasgupta

Movie : Bor Aasbe Ekhuni

Label : V.Music 



Full Song Lyrics -

তোমাকে না লেখা চিঠিটা

ডাকবাক্সের এক কোণে,

সাদা খামের না লেখা নাম

এঁকেছে তার গানে।

তোমাকে না লেখা চিঠিটা

ডাকবাক্সের এক কোণে,

সাদা খামের না লেখা নাম

এঁকেছে তার গানে।

সেই চিঠি যত লেখা

থাকে একা একা,

সেই গানের না শোনা সুর

একা একা আঁকা,

ছুঁয়ে যায় তবু কখন এসে..


যদি বলি সে সবই তোমারই

একা চিঠি একা আঁকা গান,

যদি বলি সে সবই তোমারই

একা চিঠি একা আঁকা গান,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া


আমি আমিতে ভাসিনি 

কোনোদিনও নীলে

তুমি তোমার দু'চোখে

সেই নীল ছুঁলে,

আমি আমিতে ভাসিনি 

কোনোদিন নীলে

তুমি তোমার দু'চোখে 

সেই নীল ছুঁলে,

আজও আমার সারাটা নীল

থাকে একা একা,

সেই চিঠি না পড়া সুর

একা একা আঁকা,

ছুঁয়ে যায় তবু কখন এসে..


যদি বলি সে সবই তোমারই

দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,

যদি বলি সে সবই তোমারই

দুচোখে ভেসে যাওয়া নীল আমার,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া


তোমার সাথে খেলার ছলে

তোমার কথায় ছিলাম ভুলে,

তোমার সাথে খেলার ছলে

তোমার কথায় ছিলাম ভুলে,

সেই খেলা নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে,

সেই খেলা নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে।

আজ খেলা শেষে এ শহরে

হারিয়ে ফেলে খুঁজি তোমায়,

আজ এতো আলোর এ আঁধারে

এ মন তোমাকেই ছুঁতে চায়,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া


তুমি ছিলে তোমার সাথে

একলা চাঁদে একলা রাতে,

তুমি ছিলে তোমার সাথে

একলা চাঁদে একলা রাতে,

আমি আমায় নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে,

আমি আমায় নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে।

আজ একা একা এ শহরে

হারিয়ে ফেলে খুঁজি তোমায়,

আজ এতো আলোর এ আঁধারে

এ মন তোমাকেই পেতে চায়,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...