Saturday, 19 March 2022

Tomake Na Lekha Chithita Full Song Lyrics

 Original Song Credit _

Song : Tomake Na Lekha Chithita

Vocal : Soham Chakraborty

Lyrics : Sharan Dutta

Music : Indraadip Dasgupta

Movie : Bor Aasbe Ekhuni

Label : V.Music 



Full Song Lyrics -

তোমাকে না লেখা চিঠিটা

ডাকবাক্সের এক কোণে,

সাদা খামের না লেখা নাম

এঁকেছে তার গানে।

তোমাকে না লেখা চিঠিটা

ডাকবাক্সের এক কোণে,

সাদা খামের না লেখা নাম

এঁকেছে তার গানে।

সেই চিঠি যত লেখা

থাকে একা একা,

সেই গানের না শোনা সুর

একা একা আঁকা,

ছুঁয়ে যায় তবু কখন এসে..


যদি বলি সে সবই তোমারই

একা চিঠি একা আঁকা গান,

যদি বলি সে সবই তোমারই

একা চিঠি একা আঁকা গান,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া


আমি আমিতে ভাসিনি 

কোনোদিনও নীলে

তুমি তোমার দু'চোখে

সেই নীল ছুঁলে,

আমি আমিতে ভাসিনি 

কোনোদিন নীলে

তুমি তোমার দু'চোখে 

সেই নীল ছুঁলে,

আজও আমার সারাটা নীল

থাকে একা একা,

সেই চিঠি না পড়া সুর

একা একা আঁকা,

ছুঁয়ে যায় তবু কখন এসে..


যদি বলি সে সবই তোমারই

দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,

যদি বলি সে সবই তোমারই

দুচোখে ভেসে যাওয়া নীল আমার,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া


তোমার সাথে খেলার ছলে

তোমার কথায় ছিলাম ভুলে,

তোমার সাথে খেলার ছলে

তোমার কথায় ছিলাম ভুলে,

সেই খেলা নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে,

সেই খেলা নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে।

আজ খেলা শেষে এ শহরে

হারিয়ে ফেলে খুঁজি তোমায়,

আজ এতো আলোর এ আঁধারে

এ মন তোমাকেই ছুঁতে চায়,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া


তুমি ছিলে তোমার সাথে

একলা চাঁদে একলা রাতে,

তুমি ছিলে তোমার সাথে

একলা চাঁদে একলা রাতে,

আমি আমায় নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে,

আমি আমায় নিয়ে

ছিলাম হারিয়ে গিয়ে।

আজ একা একা এ শহরে

হারিয়ে ফেলে খুঁজি তোমায়,

আজ এতো আলোর এ আঁধারে

এ মন তোমাকেই পেতে চায়,

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া

No comments:

Post a Comment

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...