Saturday, 19 March 2022

Aami Banglay Gaan Gaai Full Song Lyrics

 Original Song Credit _

Song : Aami Banglay Gaan Gaai

Vocal : Mahmuduzzaman Babu & Pratul Mukhopadhyay

Lyrics : Pratul Mukhopadhyay

Music : Pratul Mukhopadhyay

Album : Aami Bangali

Label : Bengal Creation Private Limited 



Full Song Lyrics -

আমি বাংলায় গান গাই,

আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন

এই বাংলায় খুঁজে পাই।


আমি বাংলায় দেখি স্বপ্ন,

আমি বাংলায় বাঁধি সুর

আমি এই বাংলার মায়াভরা পথে

হেঁটেছি এতটা দূর।


বাংলা আমার জীবনানন্দ

বাংলা প্রাণের সুখ,

আমি একবার দেখি, বারবার দেখি,

দেখি বাংলার মুখ। 


আমি বাংলায় কথা কই,

আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,

বাংলায় জেগে রই।


আমি বাংলায় মাতি উল্লাসে

করি বাংলায় হাহাকার,

আমি সব দেখে শুনে 

খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।


বাংলা আমার দৃপ্ত স্লোগান

ক্ষিপ্ত তীর ধনুক,

আমি একবার দেখি, বারবার দেখি,

দেখি বাংলার মুখ। 


আমি বাংলায় ভালবাসি,

আমি বাংলাকে ভালোবাসি

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর

মানুষের কাছে আসি।


আমি যা কিছু মহান 

বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়

মেশে তেরো নদী সাত সাগরের জল

গঙ্গায়, পদ্মায়।


বাংলা আমার তৃষ্ণার জল

তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বারবার দেখি,

দেখি বাংলার মুখ। 

No comments:

Post a Comment

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...