Original Song Credit _
Song : Ekta Tara / Tumi Chhara Ke Aache Bolo Aamar
Band : Abhilasha
Music & Lyrics : Kutty Majumder
Album : Aamar Aami
Full Lyrics -
একটা তারা নিঃসঙ্গ সে
অথচ সে একটা তারা কত উজ্জ্বল
একটা শঙ্খচিল দলছুট
অথচ সে একটা শঙ্খচিল প্রাণোচ্ছল
বলছে আমায় কিসের পিছুটান
পুরনো সব স্মৃতি গুলো ম্লান
আজকে আমার কিসের পিছুটান
মিথ্যে প্রতিশ্রুতির স্মৃতি ম্লান
এতদিন কোথায় লুকিয়ে ছিলে
আমার আমি বল
সঙ্গী করে আমায়
আমার কাছে আমায় নিয়ে চলো
তুমি ছাড়া কে আছে বলো আমার
আমার আমি
তুমি ছাড়া কে আছে বলো আমার
তুমি ছাড়া কে আছে বলো আমার
আমার আমি
তুমি ছাড়া কে আছে বলো আমার
একটা দ্বীপ এক ঘর এসে
অথচ সে একটা দ্বীপ কতটা সবুজ
একটা লোক আপোষহীন
তাইতো সে একটা লোক এতটা অবুঝ
বলতে পারে সে কিসের পিছুটান
পুরনো সব স্মৃতি গুলো ম্লান ম্লান ম্লান
আজকে আমার কিসের পিছুটান
মিথ্যে প্রতিশ্রুতির স্মৃতি ম্লান
এতদিন কোথায় লুকিয়ে ছিলে
আমার আমি বল
সঙ্গী করে আমায়
আমার কাছে আমায় নিয়ে চলো
তুমি ছাড়া কে আছে বলো আমার
আমার আমি
তুমি ছাড়া কে আছে বলো আমার
তুমি ছাড়া কে আছে বলো আমার
আমার আমি
তুমি ছাড়া কে আছে বলো আমার
তুমি ছাড়া কে আছে বলো আমার
আমার আমি
তুমি ছাড়া কে আছে বলো আমার
তুমি ছাড়া কে আছে বলো আমার
আমার আমি
তুমি ছাড়া কে আছে বলো আমার
No comments:
Post a Comment