Original Song Credit _
Song : Bolo Piya Bolo
Vocal : Sonu Nigam & Mahalakshmi Iyer
Music : Jeet Ganguly
Lyrics : Gautam Sushmit
Movie : Saat Pake Bandha
Label : Shree Venkatesh Films and Surinder Films Pvt. Ltd.
https://youtu.be/7iAPzQp9SiQ
Full Lyrics -
বলো পিয়া বলো, বলোনা
কেন করো পিয়া ছলনা।
মনে মনে দু-জনে,
হৃদয়ের বাধনে
পিয়া তুমি আমার..
সাত পাকে বাঁধা,
সাত পাকে বাঁধা।
বলো পিয়া বলো, বলোনা।
তোমার আসাতে,
এই পথ চাওয়া জে,
আমার ভাললাগে।
এতো আলো আর এতো খুশি জে
আমি দেখিনি আগে।
হাত বাড়ালে সামনে তুমি
এর বেশি চাইনা আমার..
বোলো পিয়া বোলো, বলোনা।
স্বপ্ন আমারি তোমার দু'চোখে
আমি সাজিয়ে দিলাম।
মনে মনে আমি আমার আমি কে
তোমার হাতে দিলাম।
তোমায় চাওয়া, কাছে পাওয়া
সে তো আমার অধিকার..
বলো পিয়া বলো, বলোনা
কেন করো পিয়া ছলনা..
মনে মনে দু'জনে, হৃদয়ের বাঁধনে
পিয়া তুমি আমার..
সাত পাকে বাঁধা,
সাত পাকে বাঁধা..
বলো পিয়া বলো, বলোনা।
No comments:
Post a Comment