Original Song Credit _
Song : Bhule Gachhe Mon Aamay
Vocal : Jolly Mukherjee & Jojo Nathaniel
Lyrics : Mitali Ojha
Music : Jolly Mukherjee
Movie : Aabar Aasbo Phire
Label : Heart
https://youtu.be/LyOJV82b9jg
Full Song Lyrics -
ভুলে গেছে মন আমায়,
যেই আমি ভেবেছি তোমায়।
তোমার মনের পথের পথিক আমি,
ফিরে যেতে বোলোনা আমায়।
ভুলে গেছে মন আমায়,
যেই আমি ভেবেছি তোমায়।
তোমার মনের পথের পথিক আমি,
ফিরে যেতে বোলোনা আমায়।
ভুলে গেছে মন আমায়।
তোমায় আমি বলি কিযে,
আমি যে কোথায়?
তোমাকে আমার দেখাতে দিশা,
কেনো লাগে ভয়।
তোমার আমার মাঝে এখন,
দারিয়ে আছে সময়।
মুছে দাও, মন থেকে,
আছে যত আঁধারের কথা।
ভরে দেবো মনের আকাশ,
প্রদীপের আলো দিয়ে গাথা।
সেই আলোর এই মনিহার,
আজ পরাবো আমি তোমায়।
ভুলে গেছে মন আমায়,
যেই আমি ভেবেছি তোমায়।
তোমার মনের পথের পথিক আমি,
ফিরে যেতে বোলোনা আমায়।
ভুলে গেছে মন আমায়।
বুঝবেনা তো, জানি তুমি,
কি কোরে বোঝাই তোমায়।
ভুলের ধুলোই ভরা এই পথ,
জেনো এ সে পথ তো নয়।
সাজের আচল ধরে এদিন,
আঁধার হয়ে যায়।
জেনো যারা ভালবাসে,
কোন কথা তারা শোনেনা।
কোন বাঁধন, কোন বাঁধা,
কোনদিনো তারা মানেনা।
পথ হারাবার নেশা এখন,
ভালবাসা দিয়েছে আমায়।
ভুলে গেছে মন আমায়,
যেই আমি ভেবেছি তোমায়।
তোমার মনের পথের পথিক আমি,
ফিরে যেতে বোলোনা আমায়।
ভুলে গেছে মন আমায়।
No comments:
Post a Comment