Saturday, 19 March 2022

Mone Aamar Joriye Aachho Tumi Full Song Lyrics

 Original Song Credit _

Song : Mone Aamar Joriye Aachho Tumi

Vocal : Jolly Mukherjee

Lyrics : Mitali Ojha

Music : Jolly Mukherjee

Movie : Aabar Aasbo Phire

Label : Heart

https://youtu.be/FKAOGdsrTxs


Full Song Lyrics -

মনে আমার জরিয়ে আছো তুমি,

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?


আধার ভেঙে ঘরে আমার,

আশার আলো পড়ুক।

ভোরের আকাশ দেখে জাগা,

জেনো পাখি তুমি।

আমার ছায়া হয়ে আছো,

বলো কে তুমি?

কুয়াশার আচলেতে ঢাকা,

দারিয়ে কে তুমি?

অনেক চেনা, তবু অচেনা তুমি।

অনেক চেনা, তবু অচেনা তুমি।

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?


কেনো তোমায় লাগে আপন? 

আমি জানিনা।

তুমি আমার জীবন কেনো? 

বলতে পারিনা।

স্বপ্ন হয়ে রয়ে আছো, 

ভুলতে পরিনা।

আশার বাঁশি বাজছে কেনো? 

বুঝতে পারিনা।

মনে আমার ছড়িয়ে আছো তুমি,

মনে আমার ছড়িয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

মনে আমার জরিয়ে আছো তুমি,

স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?

No comments:

Post a Comment

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...