Original Song Credit _
Song : Mone Aamar Joriye Aachho Tumi
Vocal : Jolly Mukherjee
Lyrics : Mitali Ojha
Music : Jolly Mukherjee
Movie : Aabar Aasbo Phire
Label : Heart
https://youtu.be/FKAOGdsrTxs
Full Song Lyrics -
মনে আমার জরিয়ে আছো তুমি,
মনে আমার জরিয়ে আছো তুমি,
স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?
মনে আমার জরিয়ে আছো তুমি,
স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?
আধার ভেঙে ঘরে আমার,
আশার আলো পড়ুক।
ভোরের আকাশ দেখে জাগা,
জেনো পাখি তুমি।
আমার ছায়া হয়ে আছো,
বলো কে তুমি?
কুয়াশার আচলেতে ঢাকা,
দারিয়ে কে তুমি?
অনেক চেনা, তবু অচেনা তুমি।
অনেক চেনা, তবু অচেনা তুমি।
স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?
মনে আমার জরিয়ে আছো তুমি,
স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?
কেনো তোমায় লাগে আপন?
আমি জানিনা।
তুমি আমার জীবন কেনো?
বলতে পারিনা।
স্বপ্ন হয়ে রয়ে আছো,
ভুলতে পরিনা।
আশার বাঁশি বাজছে কেনো?
বুঝতে পারিনা।
মনে আমার ছড়িয়ে আছো তুমি,
মনে আমার ছড়িয়ে আছো তুমি,
স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?
মনে আমার জরিয়ে আছো তুমি,
স্মৃতির অঙ্গিনাতে কে তুমি?
No comments:
Post a Comment