Saturday, 9 April 2022

Bodhu Re Full Song Lyrics

 Original Song Credit _

Song : Bodhu Re

Singer : Abhijit Barman (Pota)

Music : Cactus

Lyrics : Cactus 

Album : Rajar Raja

Band : Cactus

Label : Asha Audio

https://youtu.be/chCKUUs681g


Full Lyrics -

তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,

চোখেতে জল ঝরে,

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

কোথায় পেলি সোনার কাঁঠি,

আমার পরাণ ভ্রমর।

কোন সে ঘুমের থেকে জেগে,

কোন সে ঘুমের থেকে জেগে

জড়ায় ফুলের কোমর।

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

মন-পাহাড়ের কোলে বরফ

তোর পরশে গলে,

আমি বুঝি আমার পরাণ,

আমি বুঝি আমার পরাণ

নদী বয়ে চলে।

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,

চোখেতে জল ঝরে,

বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..

No comments:

Post a Comment

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...