Saturday, 9 April 2022

Jodi Kere Nite Bole / Beche Thakar Gaan Full Song Lyrics

 Original Song Credit _

Song : Jodi Kere Nite Bole / Beche Thakar Gaan

Singer : Rupam Islam

Music & Lyrics : Anupam Roy

Movie : Autograph

Label : Shree Venkatesh Films

https://youtu.be/VogeyledsUM


Full Lyrics -

যদি কেড়ে নিতে বলে

কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবো না,

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবো না।


আর, আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ,

আর আমি আমি জানি জানি

প্রতিরাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ।


আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে,

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে,

সুখে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।


যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবো না,

যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি

জেনো আমি বেচতে দেবো না।


আর, আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ,

আর আমি আমি জানি জানি

প্রতিরাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ।


আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে,

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে,

সুখে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

No comments:

Post a Comment

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...