Saturday, 9 April 2022

Hatath Jakhon / Raatri Aami Thakbo Tomar Sathi Full Song lyrics

 Original Song Credit _

Song : Hatath Jakhon / Raatri Aami Thakbo Tomar Sathi

Singer : Abhijit Barman (Pota)

Music & Lyrics : Marudyan

Album : Sada Kalo

Band : Marudyan

Label : T-Series 

https://youtu.be/xjZ3Q1f46jI


Full Lyrics -

হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে,

আকাশ পানে চাঁদ মুচকি হাসে।

আঁধার যখন গভীর হতে চায়,

সময় যখন এমনি বয়ে যায়।


নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।


সকাল আবার আসবে জানি কাল,

পুবের আকাশ পরবে সিঁদুর লাল।

সেই আকাশে নেই রে কিন্তু চাঁদ,

সেই আকাশে নেই রে মায়ার ফাঁদ।


দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।


রাত্রি বেলা স্বপ্ন দেখি আমি,

রাত্রি বেলা আঁধার জলে নামি।

রাত্রি বেলা বাহির পানে চাই,

রাত্রি বেলা তেপান্তরে যাই।

রাত্রি বেলা মর্মে বাজে গান,

রাত্রি বেলা রক্তে আসে বাণ।

রাত্রি তুমি মন-চাষীদের খামার,

রাত্রি তুমি আমার, শুধু আমার।


দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

No comments:

Post a Comment

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...