Original Song Credit _
Song : Thik Emon Evabe
Singer : Arijit Singh
Music : Arindam Chatterjee
Lyrics : Prasen
Movie : Gangster
Label : Shree Venkatesh Films
https://youtu.be/QzRMhFMDKRs
Full Lyrics -
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না
তোরই মতো কোন একটা কেউ,
কথা দিয়ে যায়,
ছায়া হয়ে যায়।
তোরই মতো কোন একটা ঢেউ
ভাসিয়ে আমায়,
দূরে নিয়ে যায়।
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না
আটকে তোকে রাখতে চাইছি খুব,
সকালে আমার,
বিকেলে আমার।
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ,
দিনেতে আমার,
দুপুরে আমার।
ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল
ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক,
গেলে যাবি চোখের বাইরে না
No comments:
Post a Comment