Saturday, 9 April 2022

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _

Song : Behaya / Aamader Golpo Gulo

Singer : Lagnajita Chakraborty

Music : Mainak Mazoomdar

Lyrics : Nilanjan Chakraborty

Movie : Ekannoborti

Label : SVF

https://youtu.be/kCYyccVWHoU


Full Lyrics -

আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। 


আমাদের গল্পগুলো একলা থেকেই আকাশ ছোঁয়া,

আসমানী রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। 

বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে,

বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। 


আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল

ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,

একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু

কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। 


আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাবো ইচ্ছে করেই,

নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে। 

জীবনের নতুন বানান লিখবো দুজন আজীবনে,

প্রেমে রোজ শব্দ বসুক খামখেয়ালের সুরে। 


আমাদের গল্প গুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর হারিয়ে গেলো তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াত অন্য কোথাও গিয়ে।

Ekla Ghor Aamar Desh Full Song Lyrics

 Original Song Credit _

Song : Ekla Ghor Aamar Desh

Singer : Rupam Islam

Music & Lyrics : Rupam Islam

Album : Fossils Volume-1 

Band : Fossils

Label : Asha Audio

https://youtu.be/dQnyDHYex04


Full Lyrics -

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায় 

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়


না না কাঁদছি না, তোমায় ভাবছি না

মনে পড়ছে না, তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা, অতীতেই

সেই ক্ষতিতেই


বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় 

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়


না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না, সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া, তোমাকেই

সেই তোমাকেই


না না কাঁদছি না, তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা, অতীতেই


না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না, সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া, তোমাকেই

সেই তোমাকেই, তোমাকেই

সেই তোমাকেই

Hatath Jakhon / Raatri Aami Thakbo Tomar Sathi Full Song lyrics

 Original Song Credit _

Song : Hatath Jakhon / Raatri Aami Thakbo Tomar Sathi

Singer : Abhijit Barman (Pota)

Music & Lyrics : Marudyan

Album : Sada Kalo

Band : Marudyan

Label : T-Series 

https://youtu.be/xjZ3Q1f46jI


Full Lyrics -

হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে,

আকাশ পানে চাঁদ মুচকি হাসে।

আঁধার যখন গভীর হতে চায়,

সময় যখন এমনি বয়ে যায়।


নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।


সকাল আবার আসবে জানি কাল,

পুবের আকাশ পরবে সিঁদুর লাল।

সেই আকাশে নেই রে কিন্তু চাঁদ,

সেই আকাশে নেই রে মায়ার ফাঁদ।


দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।


রাত্রি বেলা স্বপ্ন দেখি আমি,

রাত্রি বেলা আঁধার জলে নামি।

রাত্রি বেলা বাহির পানে চাই,

রাত্রি বেলা তেপান্তরে যাই।

রাত্রি বেলা মর্মে বাজে গান,

রাত্রি বেলা রক্তে আসে বাণ।

রাত্রি তুমি মন-চাষীদের খামার,

রাত্রি তুমি আমার, শুধু আমার।


দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

Jodi Kere Nite Bole / Beche Thakar Gaan Full Song Lyrics

 Original Song Credit _

Song : Jodi Kere Nite Bole / Beche Thakar Gaan

Singer : Rupam Islam

Music & Lyrics : Anupam Roy

Movie : Autograph

Label : Shree Venkatesh Films

https://youtu.be/VogeyledsUM


Full Lyrics -

যদি কেড়ে নিতে বলে

কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবো না,

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবো না।


আর, আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ,

আর আমি আমি জানি জানি

প্রতিরাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ।


আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে,

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে,

সুখে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।


যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবো না,

যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি

জেনো আমি বেচতে দেবো না।


আর, আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ,

আর আমি আমি জানি জানি

প্রতিরাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ।


আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে,

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে,

সুখে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

Bodhu Re Full Song Lyrics

 Original Song Credit _

Song : Bodhu Re

Singer : Abhijit Barman (Pota)

Music : Cactus

Lyrics : Cactus 

Album : Rajar Raja

Band : Cactus

Label : Asha Audio

https://youtu.be/chCKUUs681g


Full Lyrics -

তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,

চোখেতে জল ঝরে,

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

কোথায় পেলি সোনার কাঁঠি,

আমার পরাণ ভ্রমর।

কোন সে ঘুমের থেকে জেগে,

কোন সে ঘুমের থেকে জেগে

জড়ায় ফুলের কোমর।

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

মন-পাহাড়ের কোলে বরফ

তোর পরশে গলে,

আমি বুঝি আমার পরাণ,

আমি বুঝি আমার পরাণ

নদী বয়ে চলে।

বধু রে .. বধু রে .. বধু রে ..


তুই আমায় পাগল করলি রে,

তুই আমায় পাগল করলি রে।

ও.. মনেতে খুশির বাহার,

মনেতে খুশির বাহার,

চোখেতে জল ঝরে,

বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..

Boro Eka Eka Lage Aamar Full Song Lyrics

 Original Song Credit _

Song : Boro Eka Eka Lage Aamar

Singer : Jeet Ganguly

Music : Jeet Ganguly 

Lyrics : Gautam Sushmit 

Movie : Saat Pake Badha 

Label : Surinder Films

https://youtu.be/Wa4VolV9HvM


Full Lyrics -

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর 

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর। 

আছে ভালোবাসা নেই অধিকার,

আছে ভালোবাসা নেই অধিকার,

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..


আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে

বুঝিনি তো আলোর ভাষা ও..

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা।

আঁধারে খোঁজে মন, 

আলোকে সারাক্ষণ।

মেলে না, ওহোহো মেলে না।


করে তুমি তুমি মন যে আমার,

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..


চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে।

হায় যদি একবার যেত গো জানানো

আমারও যে হৃদয় আছে।

জীবনের একটি ভুল, 

ঝরালো কত ফুল 

জানিনা, ওহোহোহো জানিনা।


কাঁদে একা একা প্রাণ যে আমার,

কাঁদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..

Basanta Ese Gachhe Full Song Lyrics

 Original Song Credit _

Song : Basanta Ese Gachhe

Vocal : Lagnajita Chakraborty

Music & Lyrics : Anupam Roy

Movie : Chotushkone

Label : T-Series

https://youtu.be/3fmAwzZeuOI



Full Lyrics -

বাতাসে বহিছে প্রেম,

নয়নে লাগিলো নেশা

কারা যে ডাকিলো পিছে,

বসন্ত এসে গেছে

মধুর অমৃতবানী 

বেলা গেল সহজেই

মরমে উঠিল বাজি 

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের 

ধুলি মাখা চরনে

মাথা নত করে রব 

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।


গগনের নভো:নীলে 

ঘুমেরও গোপনে

বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায়,

কোকিলের কুহু তান 

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।


পূর্ণিমা রাতে ঐ 

ছোটাছুটি করে কারা

দখিনা পবনে দোলে 

বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা 

কেমনে বাজিবে বেনু

আবেগে কাঁপিছে আঁখি 

বসন্ত এসে গেছে।

থাক তব ভুবনের 

ধুলি মাখা চরনে

মাথা নত করে রব 

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।


এই বসন্তে অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে, 

বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের 

ধুলি মাখা চরনে

মাথা নত করে রব..

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, 

বসন্ত এসে গেছে।

Thik Emon Evabe Full Song Lyrics

 Original Song Credit _

Song : Thik Emon Evabe

Singer : Arijit Singh 

Music : Arindam Chatterjee 

Lyrics : Prasen 

Movie : Gangster 

Label : Shree Venkatesh Films



https://youtu.be/QzRMhFMDKRs

Full Lyrics -

ঠিক এমন এভাবে,

তুই থেকে যা স্বভাবে।

আমি বুঝেছি ক্ষতি নেই,

আর তুই ছাড়া গতি নেই।

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না 

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না


তোরই মতো কোন একটা কেউ,

কথা দিয়ে যায়, 

ছায়া হয়ে যায়।

তোরই মতো কোন একটা ঢেউ

ভাসিয়ে আমায়, 

দূরে নিয়ে যায়।

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না 

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না


আটকে তোকে রাখতে চাইছি খুব,

সকালে আমার, 

বিকেলে আমার।

তুই ডাক না দিলে থাকবো আমি চুপ,

দিনেতে আমার, 

দুপুরে আমার।


ঠিক এমন এভাবে,

তুই থেকে যা স্বভাবে

আমি বুঝেছি ক্ষতি নেই,

আর তুই ছাড়া গতি নেই।

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না 

ছুঁয়ে দে আঙুল, 

ফুটে যাবে ফুল

ভিজে যাবে গা।

কথা দেওয়া থাক,

গেলে যাবি চোখের বাইরে না

Behaya / Aamader Golpo Gulo Full Song Lyrics

 Original Song Credit _ Song : Behaya / Aamader Golpo Gulo Singer : Lagnajita Chakraborty Music : Mainak Mazoomdar Lyrics : Nilanjan Chakrab...